আর্চারির কম্পাউন্ড বিভাগের মিক্সড ইভেন্টে ভারতের সোনা

বুধবার সকালেই ১৬তম সোনার খোঁজ পেয়ে গেল ভারত। আর্চারির কম্পাউন্ড বিভাগের মিক্সড ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন ওজেশ প্রবীণ দেওতলে ও জ্যোতি সুরেখা কোরিয়ান জুটিকে মাত্র ১ পয়েন্টে হারিয়ে এল সাফল্য। কম্পাউন্ডে গত কয়েক বছরে ভারতীয় আর্চাররা ধীরে ধীরে নিজেদের প্রাধান্য তৈরি করে ফেলেছেন। হানঝাউ গেমসেও যে ভারতকে রোখা যাবে না, শুরু থেকেই দেখিয়ে দিয়েছেন অভিষেক ভার্মা, প্রবীণ, জ্যোতিরা। মিক্সড ডাবলসে সোনা তাতেই যেন শিলমোহর দিল। মিক্সড ডাবলসের সেমিফাইনালে কাজাকাস্তানের জুটি ১৫৯-১৫৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছিলেন প্রবীণ ও জ্যোতি। এশিয়ান গেমসের শুরু থেকে দুরন্ত ফর্মে রয়েছেন কম্পাউন্ড আর্চাররা। রিকার্ভে অতনু দাসরা কিছু করতে পারেননি। কিন্তু কম্পাউন্ডে সোনা ফলিয়ে যাচ্ছেন প্রবীণ-জ্যোতিরা। কোরিয়ান জুটি শুরু থেকে চাপে ছিল। প্রথম সেটে ভারতীয় জুটি চারটে শটই সঠিক নিশানায় রেখেছিলেন। ৪০ পয়েন্ট এসেছিল প্রথম সেট থেকে। সেখানে কোরিয়ান আর্চার ৩৮ তুলেছিল। মনোঃসংযোগের খেলায় নিখুঁত নিশানা রাখতে গেলে প্রবল চাপ সামলাতে হয়। সেই চাপ সামলে ভারতীয় আর্চাররা দুরন্ত পারফর্ম করলেও কোরিয়ানরা পারেননি। টানা ছ’টা শট পারফেক্ট টেন ছিল প্রবীণ ও জ্যোতির। তবে কোরিয়ান আর্চাররা ধীরে ধীরে খেলায় ফিরেছিল। শেষ সিরিজের আগে ১২০-১২০ হয়ে স্কোর। ৯ নম্বর শটে ৯ মেরেছিলেন প্রবীণ। সেই ভুলের সুযোগ নিয়ে স্কোর সমান করে ফেলেন কোরিয়ান আর্চাররা। ফাইনাল সেটের প্রথম শট ১০ মারেন প্রবীণ। জ্যোতির তিরও পারফেক্ট টেন খুঁজে নিয়েছিল। চাপের মুখে কোরিয়ার মেয়ে ৯ মারেন। কোরিয়ান ছেলে ১০ মারলেও ১ পয়েন্টের ফারাক তৈরি হয়ে গিয়েছিল তখনই। প্রবীণের শেষ শট মারেন ১০এ। জ্যোতিও নিজের ছন্দ থেকে নড়েননি। ১৫৯-১৫৮ পয়েন্টে শেষ পর্যন্ত জো জেহুন ও সো চেওনের বিরুদ্ধে ফাইনালে সোনা জিতে যান ভারতীয় জুটি। এ বারের এশিয়ান গেমসে আর্চারির কম্পাউন্ড বিভাগে ভারতের দুরন্ত সাফল্যের পিছনে সর্জিও পাগ্নি। ইতালির কোচ নিজেও ছিলেন কিংবদন্তি আর্চার। প্রচুর সাফল্য ও অভিজ্ঞতার কারণে ভারতীয় আর্চারদের মানসিকতা বদলে দিয়েছেন তিনি। পাগ্নিকে পাশে নিয়েই সোনার মঞ্চে উঠে পড়লেন প্রবীণ ও জ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =