এই সিরিজ বেশ কিছু প্লেয়ারের কাছে রিহার্সাল। এর মধ্যে একজন অবশ্যই শ্রেয়স আইয়ার। ইংল্যান্ড সফরে সুযোগ হয়নি। এশিয়া কাপেও স্কোয়াডে নেই শ্রেয়স। তাঁকে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই জাতীয় দলে দেখা যাবে, এমনটাই পরিস্থিতি। যদিও শ্রেয়সকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে লাল বলের ফর্ম্যাটে ক্যাপ্টেন করায় মনে করা হচ্ছে টেস্টে ফের সুযোগ পেতে পারেন। এর জন্য প্রয়োজন ব্যাটে রান। প্রথম ইনিংস শ্রেয়সের জন্য় সুখকর হল না। ধ্রুব জুরেলের সেঞ্চুরিতে কড়া জবাব দিল ভারত।
ভারত এ দলের বিরুদ্ধে চারদিনের এই ম্যাচে প্রথম ব্যাট করেছিল অস্ট্রেলিয়া এ দল। টেস্ট খেলা ওপেনার স্যাম কন্টাস দুর্দান্ত সেঞ্চুরি করেন। লোয়ার অর্ডারে কিপার ব্যাটার জশ ফিলিপি ১২৩ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ৫৩২ রানে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া এ দল। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষ দুবে ৩টি এবং গুরনুর ব্রার ২টি উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার খলিল আহমেদ।
জবাবে ভারতের শুরুটা অবশ্য ভালো হয়েছিল। ওপেন করেন অভিমন্যু ঈশ্বরণ ও নারায়ণ জগদীশন। ৮৮ রান যোগ করেন তাঁরা। অভিমন্যু ৪৪ রানে ফেরেন। দলীপ ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা জগদীশন আরও একটা সেঞ্চুরি করবেন এমনটাই মনে হচ্ছিল। যদিও ৬৪ রানেই ফেরেন। বাঁ হাতি ব্য়াটার সাই সুদর্শন ৭৩ রান করেন। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে নিয়ে বড়রকমের প্রত্যাশা ছিল। ১৩ বলে মাত্র ৮ রানেই ফেরেন শ্রেয়স। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৪০৩ রান তুলে নিয়েছে ভারত এ দল। দেবদত্ত পাড়িক্কল সেঞ্চুরির সামনে। ১৩২ বলে ১১৩ রানে ক্রিজে রয়েছেন ধ্রুব জুরেল।

