মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র ভারতের

মানোলো মার্কোয়েজ দায়িত্ব নেওয়ার পর এখনও জয়ের মুখ দেখা হয়নি। হায়দরাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপ দিয়ে যাত্রা শুরু হয়েছিল। ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে থাকা মরিশাসের মতো দলের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। এরপর শক্তিশালী সিরিয়ার কাছে হার। গত ম্যাচে ভিয়েতনামে কোনওরকমে মানরক্ষা হয়েছিল। পিছিয়ে ছিল ভারত। ফারুখের গোলে ড্র করে ফেরে। ঘরের মাঠে এ দিন মালয়েশিয়ার বিরুদ্ধেও ড্র। মানোলো অধ্যায়ে এখনও অবধি জয় অধরাই।

ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে মালয়েশিয়াও পিছিয়ে। তাদের বিরুদ্ধে ডিফেন্স এবং গোলকিপারের ভুলে ম্যাচের ১৯ মিনিটেই গোল হজম ভারতের। প্রীতি ম্যাচ। কোচ মানোলো মার্কোয়েজ ভরসা দিয়েছিলেন, তাগিদের কোনও অভাব থাকবে না। তাগিদ ছিল, কিন্তু জয়! সেটা এল না। ম্যাচের ৩৯ মিনিটে সেট পিস থেকে গোল শোধ করেন ডিফেন্ডার রাহুল ভেকে। নয়তো হায়দরাবাদে হেরেই মাঠ ছাড়তে হত।

এ বছর এটিই ছিল ভারতের শেষ ম্যাচ। কিন্তু স্বস্তি নিয়ে বছর শেষ করা গেল না। বরং কোচ মানোলোকে নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল। দ্বৈত ভূমিকা পালন আদৌ সম্ভব তো! ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার কোচ মানোলো মার্কোয়েজ। একই সঙ্গে ভারতের জাতীয় দলেরও। টানা ব্যর্থতার দায়ে ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচকে ছাঁটাই করা হয়েছিল। দায়িত্ব দেওয়া হয় স্প্যানিশ কোচ মানোলোকে। ভারতীয় ফুটবল যেখানে ছিল, ঠিক যেন সেখানেই রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nine =