‘মানবিক সহায়তা’ বিষয়ে নিরাপত্তা পরিষদে আমেরিকার প্রস্তাবে ভোট দিল না ভারত

আপৎকালীন বা যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সহায়তার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ নিল না ভারত। ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব সমর্থন করেছে ১৪টি সদস্য দেশ। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যতিক্রম হিসেবে ভোটাভুটিতে অংশগ্রহণ করল না সভাপতি ভারত। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে একাধিক বার ইউক্রেন পরিস্থিতি নিয়ে পশ্চিমী দেশগুলির আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে বিরত থেকেছে ভারত।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি তথা নিরাপত্তা পরিষদের নবনির্বাচিত সভাপতি রুচিরা কম্বোজ নয়াদিল্লির এই অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা ভারত স্বীকার করে। কিন্তু আমরা মনে করি, যে মানবাধিকার সংগঠনগুলি সংশ্লিষ্ট পরিস্থিতিতে মানবিক সাহায্য দেওয়ার কাজ করবে, তাদের যোগ্যতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এ বিষয়গুলি নিয়ে গঠনমূলক আলোচনার প্রক্রিয়ায় আমরা রয়েছি।’

উল্লেখ্য, আমেরিকা এবং আয়ারল্যান্ডের আনা ওই প্রস্তাবের পক্ষে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ ভোট দেয়। একমাত্র ভারত ভোটাভুটি থেকে বিরত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 1 =