একইদিনে ক্রিকেট ও হকিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। একদিকে শ্রীলঙ্কার পাল্লেকেলে এশিয়া কাপে ছিল ভারত-পাক দ্বৈরথ। অন্যদিকে ওমানে পুরুষদের পাঁচজনের এশিয়া কাপের ফাইনালে নেমেছিল ভারতের হকি টিম। ক্রিকেট ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি। ম্যাচ নিষ্ফলা এবং দুই দলের ঝুলিতে গিয়েছে ১ পয়েন্ট করে। কিন্তু হকিতে পাকিস্তানকে রেয়াত করল না ভারত। পাঁচ জনের এশিয়া কাপের প্রথম সংস্করণ পেনাল্টি শুট আউটে জিতল ভারত। শুট আউটে গোল করলেন মনিন্দর সিং এবং গুরজ্যোৎ সিং। ভারতের গোলকিপার সুরেজ কারকেরা পাকিস্তানের আর্শাদ লিয়াকত এবং মহম্মদ মুর্তাজার শট আটকে দিয়ে ভারতকে জিতিয়ে দেন। ছেলেদের পাঁচজনের হকি এশিয়া কাপ ছিল ২০২৪ সালের পাঁচজনের হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট। ওমানের সালাহতে ম্যাচ শুরুর প্রথম ৫ মিনিটে গোল করেন পাকিস্তানের আবদুল রেহমান। মিনিট দুয়েকের মধ্যে ভারতকে সমতায় ফেরান যুগরাজ সিং। দ্বিতীয় গোলের তিন মিনিট পরই ভারতকে এগিয়ে দেন মনিন্দর সিং। তবে ভারতের লিড বেশিক্ষণ বজায় থাকেনি। পাকিস্তানের ক্যাপ্টেন আবদুল রানা এবং জাকরিয়া হায়াত পরপর দুটো গোল করে বসে। বিরতিতে স্কোর দাঁড়ায় পাকিস্তান ৩-২ ভারত। এক গোলে পিছিয়ে থাকা ভারতকে জোর ধাক্কা দেন আর্শাদ লিয়াকত। ১৯ মিনিটে গোল করে পাকিস্তানের স্কোর ৪-২ করেন তিনি। তবে সমতায় ফিরতে একেবারে সময় নষ্ট করেনি ভারত। মহম্মদ রাহিলের গোলে সমতায় ফেরে ভারত। এরপর পেনাল্টি শুট আউটে পাকিস্তানকে হারিয়ে দেন মনিন্দর সিংরা। পাঁচজনের এশিয়া কাপের প্রথম সংস্করণের ট্রফি ওঠে ভারতের ঝুলিতে। এশিয়া কাপ ট্রফি জেতার পাশাপাশি ভারত ২০২৪ পাঁচজনের হকি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। সেমিফাইনালে মালয়েশিয়াকে হারাতেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ভারত। এই জয়ে হকি ইন্ডিয়ার তরফে খেলোয়াড়দের প্রত্যেককে ২ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। ১ লাখ টাকার আর্থিক পুরস্কার পাবেন সাপোর্ট স্টাফরা।