দুবাই : দুবাইয়ে রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। পাকিস্তানকে ৯০ রানে হারাল ভারত। বৃষ্টির জন্য ৪৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে ২৪০ রানে অলআউট হয় ভারত। এই রান তাড়া করতে নেমে ১৫০ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।
এই ম্যাচেও বড়দের মতো ছোটরাও টসের সময় করমর্দন করেননি দুই দলের অধিনায়ক আয়ুশ মাত্রে ও ফারহান ইউসাফ।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই পাকিস্তান ভারতের বিস্ফোরক ব্যাটসম্যান বৈভাব সূর্যবংশীকে ফিরিয়ে দেয়। আগ্রাসী শুরু করা আয়ুশও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ৩টি ছক্কা ও ৪টি চারে ২৫ বলে ৩৮ রান করেন। নিয়মিত উইকেট হারাতে থাকা ভারতের রান বাড়াতে সাহায্য করেন অ্যারন। তিনে নেমে তিনি এক ছক্কা ও ১২ চারে ৮৮ বলে ৮৫ রান করেন। অ্যারন ছাড়া ভারতের আর কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন কণিষ্ক চৌহান।
পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইয়াম ও আব্দুল সুবহান। রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা হয় খুবই খারাপ। ৩০ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় ১৫০ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন হুজাইফা আহসান। তিনি ছয়ে নেমে ২ ছক্কা ও ৯ চারে ৭০ রান করেন।
দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে ৩ উইকেট নেন ভারতের ডানহাতি পেসার দীপেশ দেভেন্দ্রান। আর অফ স্পিনার কণিষ্কও নেন ৩ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি।
দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল ভারত। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ আগামী মঙ্গলবার মালয়েশিয়ার সঙ্গে।

