
বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন হল ভারত। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে জিতল ভারতের যুব দল। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ২-২। শেষে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনুর্ধ্ব ১৭ খেতাব জয় ভারতের।
ম্যাচের ৪ মিনিটের মধ্যেই দাল্লালমুওন গাংতের গোলে এগিয়ে যায় ভারত। প্রতি আক্রমণে ২৫ মিনিটে মহম্মদ আরিফের কর্নার থেকে মহম্মদ মানির গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচের ৩৮ মিনিটে আজলান শাহের গোলের সুবাদে ২-১ গোলে এগিয়ে ভারতের ইয়ং ব্রিগেড। গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে দুই দলই সংখ্য সুযোগ পায়। তবে গোলে রূপান্তরিত হয়নি। শেষ কয়েক মিনিট অধিক আত্মবিশ্বাসী হয়ে যায় ভারতীয় দল। ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে বাংলাদেশকে সমতায় ফেরান ঈশান হাবিব। এরপর টাইব্রেকারে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত।

