কমনওয়েলথ গেমসের অষ্টম দিন একাধিক ইভেন্টে সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। এদিন কুস্তিতে একাধিক পদক নিশ্চিত করে ফেলেছিল ভারত। কানাডার ম্যাকনেইলকে ৯-২-এ হারিয়ে দেশকে চলতি গেমস থেকে সপ্তম সোনাটি এনে দিলেন বজরং পুনিয়া। এই নিয়ে গেমসে তৃতীয়বার পদক জিতলেন ভারতীয় তারকা কুস্তিগির। গেমস থেকে ভারতের অষ্টম ও নবম সোনা এল কুস্তিগির সাক্ষী মালিক এবং দীপক পুনিয়ার হাত ধরে।
তবে একটুর জন্য সোনা হাতছাড়া হল কুস্তিগির অংশু মালিক। প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নেমেই মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো ঘরে তোলেন তিনি। নাইজেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। তবে ফাইনাল বাউট শেষ হয় ৪-৭-এ। আর তাতেই এবারের মতো সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাঁর।
এদিকে দু’বারের রুপোজয়ী তথা হোম ফেভারিট জুটি লিয়া এবং টিন-টিন হোকে হারিয়ে টেবিল টেনিসের মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন শরৎ কমল এবং শ্রীজা অকুলা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে নেন তাঁরা। প্যারা টেবিল টেনিসেও দুরন্ত পারফরম্যান্স ভারতের ভাবিনা প্যাটেলের। এদিন পদক নিশ্চিত করে ফেলেন তিনি।
ইতিহাস গড়ে লন বোলে প্রথমবার সোনা ধরে তুলেছেন ভারতের মহিলারা। এবার ভারতীয় পুরুষ দল কানাডাকে ১৪-১০ ব্যবধানে হারিয়ে পৌঁছে গেল শেষ চারে। আবার এদিনই ৪x৪০০ মিটার রিলে রেসের ফাইনালের টিকিট পাকা করে ফেলে ভারতীয় পুরুষরা। তবে একাধিক ইভেন্টে সাফল্যের দিন নিরাশ করলেন টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা। মালয়েশিয়ান জুটির কাছে ২-৩ ব্যবধানে হেরে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলে বিশ্বের ছয় নম্বর জুটি মনিকা এবং সাথিয়াঁ।