পাকিস্তানকে কবাডিতে হেলায় উড়িয়ে সোনার লক্ষ্যে ভারত

চলতি এশিয়ান গেমসে হকিতে হারানোর পর, এবার কবাডিতেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিল ভারত। সেমিফাইনালে পাক দলকে ৬১-১৪ ব্যবধানে হারানোর সুবাদে ফাইনালে চলে গেল পবন শেরাওয়াতের দল। শনিবার অর্থাৎ ৭ অক্টোবর মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও ইরানের মধ্যে জয়ী দল। ফাইনালেও এমন দাপট দেখাতে পারলে আরও একটি সোনা ভারতের ঝুলিতে আসবে। ২০১৮ সাল পর্যন্ত এশিয়ান গেমসের আটটি সংস্করণে কবাডি ছিল। আটবারই পদক জিতেছিল ভারত এবং পাকিস্তান। এর মধ্যে সাতবার সোনা এবং একবার ব্রোঞ্জ জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। সেখানে দু’টি রুপো এবং ছ’টি ব্রোঞ্জ জিতেছিল পাকিস্তান। ২০১৮ সালের আগে পর্যন্ত প্রতিটি এশিয়ান গেমসে কবাডিতে সোনা জিতেছিল ভারত। ২০১৮ সালে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। চার বছর আগে ভারতকে হারিয়ে সোনা জিতেছিল ইরান। পুরুষদের কবাডিতে বরাবরই দাপট দেখিয়েছে ভারত। সেই ফর্ম এবারও বজায় ছিল। এই নিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে সপ্তমবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। গত ছ’বারই ভারত জিতেছিল। এবারও আগাগোড়া দাপট বজায় রেখে জয় পেল ভারত। শুরুতে ০-৪ পয়েন্টে পিছিয়ে যাওয়ার পর ঝড় তোলেন নবীন কুমার। ব্যস! সেখানেই পাকিস্তানের অন্ধকার নেমে আসে। এরপর আর পাক দল ম্যাচে ফিরতে পারেনি। ফলে ৬১-১৪ ব্যবধানে পাক দলকে হেলায় হারিয়ে আরও একবার সোনা জয়ের খোঁজে ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eight =