জেলায় করোনার বাড়বাড়ন্ত, অ্যাক্টিভ রোগী ৭০০ ছুঁইছুঁই, মাস্কহীন শহরবাসীর বুস্টারে অনীহা 

বর্তমানে আসানসোল পুরনিগম এলাকায় করোনার প্রকোপ সবচেয়ে বেশি জেলার মধ্যে। অন্যদিকে, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেওয়ার প্রতিও অনীহা মানুষের মধ্যে অনেক বেশি। সময় পার হয়ে গেলেও ভ্যাকসিন কেউ নিচ্ছেন না বলে অভিযোগ। স্বাস্থ্য দপ্তর আসানসোল পুরনিগম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। এই ব্যাপারে প্রচার চালানো হবে বলে জানতে পাওয়া যাচ্ছে। এদিকে, সোমবারই আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলরদের দলনেত্রী চৈতালি তিওয়ারি আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডেই করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ শিবির করার আবেদন করে মেয়র বিধান উপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ও প্রিকিউসনারি বা বুস্টার ডোজ দেওয়ার জন্য শিবির করা হোক। তিনি বলেন, ৫ জন কাউন্সিলরকে মেয়র পারিষদ করা হলেও, তাদের দপ্তর দেওয়া হয়নি। অবিলম্বে একজনকে স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদের দায়িত্ব দিয়ে এই কাজের তদারকি করতে বলা হোক। উল্লেখ্য, রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় করোনার বাড়বাড়ন্ত। জেলার আসানসোল শিল্পাঞ্চলে করোনার প্রকোপ নতুন করে বাড়ছে। গত তিনদিন পরপর করোনা আক্রান্তর সংখ্যা ১০০-র উপর চলে গিয়েছে। প্রতিদিনই আক্রান্তর সংখ্যায় নতুন রেকর্ড হচ্ছে। রবিবার রাত পর্যন্ত জেলায় মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭০০ ছুঁইছুঁই। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান বলেন, গত সাতদিনে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জেলায় গত ২৪ ঘণ্টায় (শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত) ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার আগে দু’দিন আক্রান্তর সংখ্যা ছিল ১১৫ ও ১০৯ জন। আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত মোট সাতজন ভর্তি রয়েছেন। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে আসানসোল জেলা হাসপাতালে করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে একজনের। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চিত্তরঞ্জনের ৯ বছরের ছাত্রের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৩৩ জন মারা গিয়েছেন। প্রসঙ্গত, জেলা স্বাস্থ্য দপ্তরই জানিয়েছে, আসানসোল পুরনিগম এলাকায় এই পর্যায়ে করোনার প্রকোপ সবচেয়ে বেশি জেলার মধ্যে। অন্যদিকে, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেওয়ার প্রতি অনীহা মানুষের মধ্যে অনেক বেশি। সময় পার হয়ে গেলেও ভ্যাকসিন কেউ নিচ্ছেন না। তাই স্বাস্থ্য দপ্তর আসানসোল পুরনিগম কতৃপক্ষের সঙ্গে বৈঠক করে, এই ব্যাপারে প্রচার চালাতে বলেছে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা সমীক্ষা করে দেখছেন কারা এখনও দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি। এদিকে পুরনিগম সূত্রে জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে করোনা মোকাবিলায় যা যা করার তা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =