লাইক, শেয়ারে রোজগারের ফাঁদ! এক ক্লিকেই খালি হচ্ছে অ্যাকাউন্ট

কলকাতা: ঘরে বসে রোজগার করতে চান? লাইক, শেয়ার করলেই মিলবে টাকা। কখনও আবার ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন কপি, পেস্ট করে আয় করুন। মেসেজে জানানো হচ্ছে, এ ভাবেশুধু লাইক, কমেন্ট করেই দিনে ২ হাজার টাকা পর্যন্ত আয় করা যেতে পারে।
নিছক লাইকের ফাঁদে পড়ে টাকা রোজগার করতে গিয়েই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সম্প্রতি এমন নতুন ধরনের সাইবার প্রতারণার ছক সামনে আসছে। ইতিমধ্যেই এ নিয়ে সতর্ক করা হয়েছে লালবাজারের তরফে। লালবাজার সূত্রে জানা গিয়েছে,প্রতারণার ফাঁদে টাকা খুইয়েছেন, এমন কয়েকটি অভিযোগ জমা পড়েছে। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক ভাবে এর পিছনে জামতাড়ার পাশাপাশি রাজস্থানের একাধিক গ্যাং যুক্ত বলেই মনে করছেন লালবাজারের তদন্তকারীরা। তবে এর পিছনে অন্য কোনও গ্যাং আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
এখন স্মার্ট ফোন সকলের হাতেই। ইউটিউব হোক বা ফেসবুক, থাকে লাইক করার অনুরোধ। সূত্রের খবর, প্রতারণার প্রথম ধাপ হিসাবে সোশ্যালমিডিয়ায় একটি লাইক দেওয়ার অনুরোধ জানিয়ে মোবাইলে আসছে মেসেজ! ইউটিউবের ভিডিয়ো কিছু ক্ষণ দেখে শুধু ‘লাইক’ করলেই দেওয়া হচ্ছে আয়ের প্রতিশ্রুতি। শুধু তা-ই নয়, সামাজিক মাধ্যমে একাধিক ভিডিয়ো লাইক করে প্রতিদিন বাড়ি বসে মোটা টাকা আয়ের সুযোগের প্রলোভন দেখানো হচ্ছে। ইউটিউবের নাম করে মেসেজগুলি পাঠানো হচ্ছে। ভিডিয়ো ‘লাইক’ করার স্ক্রিনশট পাঠালেই লিঙ্ক পাঠিয়ে টাকা দেওয়া হবে বলে জানানো হচ্ছে। ওই সেই ফাঁদে পা দিয়ে পর পর লাইক করলেই তাঁকে লিঙ্কপাঠানো হচ্ছে। আর তাতে ক্লিক করলেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা।
লালবাজারের সাইবার বিভাগের এক আধিকারিকের কথায়, সাধারণ একটি মেসেজের মতো করেই পাঠানো হচ্ছে। মেসেজে সম্মতি জানালে পর পর মোবাইলে ভিডিয়ো আসছে। সেখানে ‘লাইক’ করে কথামতো স্ক্রিনশট ™াঠাচ্ছেন অনেকে। এর পরে টাকা পাওয়ায় আশায় অনেকেই ওই লিঙ্কে ক্লিক করে প্রতারণা শিকার হচ্ছেন।
গত কয়েক মাসে এই ধরনের সাইবার প্রতারণার সংখ্যা বেড়েছে বলে জানাচ্ছেন আধিকারিকেরা। তবে এই ধরনের প্রতারণায় এখনও পর্যন্ত কতগুলি অভিযোগ জমা পড়েছে, সেই তথ্য লালবাজারের তরফে জানানো হয়নি। শুধু ‘লাইক’-এর ফাঁদে ফেলা নয়, সম্প্রতি অ্যাকাউন্টে ‘সেভিংস চার্জ’ দেওয়ার নামে মেসেজকরেও প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে জানাচ্ছেন লালবাজারের কর্তারা। তা নিয়েও সতর্কতামূলক প্রচার চালাচ্ছে লালবাজার।
সাইবার বিশেষজ্ঞরা বারবার সাবধান করলেন বাইরে থেকে পাঠানো লিংকে ক্লিক না করতে বা এ বিষয়ে সাবধান হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =