কেন্দ্রীয় বাহিনী দিয়েও শীতলকুচির মতো ঘটনা ঘটেছিল: পঞ্চায়েত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: কেন্দ্রীয় বাহিনী দিয়েও শীতলকুচির মতো ঘটনা ঘটেছিল এই রাজ্যে। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনার বিষয় নিয়ে কাঁকসায় এমনটাই বললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বিপুল ভোটে তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তিনি জানান, গত বিধানসভায় দুর্গাপুর পূর্বে তিনি যখন নির্বাচনে লড়াই করছিলেন, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর অদ্ভুত দ্বিচারিতা তিনি দেখেছিলেন। কেন্দ্রীয় বাহিনী থাকুক বা রাজ্য পুলিশ, তাতে কিছু যায় আসে না। কারণ ফলাফলের কোনও বদল হবে না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন এমনটাই দাবি তাঁর। যদি কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত নির্বাচনে আসে, তবে তিনি আশা করবেন বৈষম্যবাদ যাতে না হয়।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে কাঁকসার তৃণমূলের প্রার্থীদের নিয়ে পানাগড় গ্রাম সংলগ্ন একটি বেসরকারি হোটেলে বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এদিন বৈঠকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘরুই, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ অন্যান্যরা।
এদিন ঘণ্টাখানেকের বৈঠকে দলীয় কর্মীদের এক যোগ হয়ে কাজ করার বার্তা দেয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি কী ভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা প্রচার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =