ইউক্রেন থেকে রুশ সেনা সরানোর প্রস্তাব পাশ রাষ্ট্রসংঘে, ভোটদানে বিরত থাকল ভারত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হল রাষ্ট্রসংঘে। তবে ভোটদান প্রক্রিয়া থেকে নিজেদের বিরতই রাখল ভারত এবং চিন। ইউক্রেনের উপর মস্কোর আগ্রাসনের বর্ষপূর্তিতে রাশিয়াকে হামলা বন্ধ করতে এবং তার প্রতিবেশী থেকে সেনা প্রত্যাহার করার জন্য প্রস্তাব পাশ করেছে রাষ্ট্রসংঘের সাধারণ সভা। রাষ্ট্রসংঘের ১৪১ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৭ সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করে। তবে ভারত এবং চিন-সহ ৩২টি সদস্য এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি।

ভোটদানে বিরত থাকলেও রাষ্ট্রসংঘে উল্লেখ করা হয়েছে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে মনে করে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের উল্লেখ করে বলেন, ‘মানুষের প্রাণের বিনিময়ে কোনও সমস্যার সমাধান হতে পারে না। আমরা সবসময়ই কূটনৈতিক স্তরে আলোচনার পক্ষে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এটা যুদ্ধের সময় নয়। হিংসার পথ থেকে সরে এসে অবিলম্বে কথোপকথন আর কূটনীতিতে সমাধানের পথ বেছে নেওয়া উচিত।’ তিনি আরও বলেন ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান সবসময়েই মানুষের পক্ষে। ভারত ইউক্রেনকে সবরকমের সাহায্য করতেও রাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =