কলকাতা : বৃষ্টি থামতেই ফের ঘর্মাক্ত গরমে নাজেহাল অবস্থা মহানগরী তিলোত্তমায়। তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির প্রত্যাশা নেই মহানগরীতেও।
ফলে তাপমাত্রার পারদ আপাতত ঊর্ধ্বমুখীই থাকবে। দক্ষিণ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।
তবে, কোথাও কোথাও বৃষ্টি হলেও, খুবই সামান্য ও বিক্ষিপ্তভাবে হবে। ফলে, ঘর্মাক্ত গরম বজায় থাকবে। গরমে সবথেকে বেশি নাজেহাল অবস্থা মহানগরী তিলোত্তমায়।