অশান্তির আবহে হাওড়া পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল

হাওড়া জেলার বিভিন্ন অংশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সেখানকার  পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি কলকাতার অতিরিক্ত নগরপাল ছিলেন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে  সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন স্বাতী ভাঙ্গালিয়া।হাওড়ার পুলিশ কমিশনার ছিলেন সি সুধাকর। তাঁকে এখন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার করা হল।  হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে কলকাতা পুলিশের সাউথ-ওয়েস্ট ডিসিপি করা হয়েছে। ওই পদে এতদিন ছিলেন স্বাতী ভাঙ্গালিয়া।

নবী মহম্মদের অবমাননার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। রাজ্যের নানা প্রান্তেও ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভের আঁচ। হাওড়ায় গত তিন দিন ধরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এছাড়া বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারাও।এবার এই একই কারণে পুলিশের শীর্ষ স্তরেও এই রদবদল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =