বিশ্বকাপের মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ্যে !

এই মুহূর্তে সকল ক্রিকেট প্রেমীদের ফোকাস টি-২০ বিশ্বকাপে। আজ, রবিবার রাত ৮টায় রয়েছে কুড়ি-বিশের বিশ্বকাপে মহারণ। সম্মুখ সমরে রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান। এরই মাঝে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ্যে। ২০২৫ সালে মোট ২০ দিন ধরে হবে আইসিসির এই মেগা টুর্নামেন্ট। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। আইসিসির ওডিআই ক্রমতালিকায় থাকা প্রথম ৮টি টিম মিলে এই টুর্নামেন্টে খেলে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান। তারপর থেকে দীর্ঘদিন আইসিসির এই টুর্নামেন্ট আর হয়নি।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সূচি এখনও প্রকাশ হয়নি। তবে আপাতত যা খবর, তাতে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং টুর্নামেন্ট শেষ হবে ৯ মার্চ। আইসিসি বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক করেই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করবে।

আইসিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। এ বার টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য দিনক্ষণও প্রকাশ্যে। এই পরিস্থিতে এ বার প্রশ্ন হল পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারতীয় টিম? মেন ইন ব্লুর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাক সফরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় টিম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাক সফরে যাবে না।

এর আগে শেষ এশিয়া কাপের সময়ও ঠিক একই সমস্যা দেখা দিয়েছিল। পাকিস্তান ছিল এশিয়া কাপের শেষ সংস্করণের আয়োজক। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় সবকটি ম্যাচ খেলেছিল ভারত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও তেমন কিছু হয় কিনা, সকলের নজর সেদিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − three =