আন্তর্জাতিক দাবার টুর্নামেন্টে শহরে চাঁদের হাট, মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ !

বলা যায় আর কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবারই শহরে কার্লসেন-প্রজ্ঞানন্দ ডুয়েল। আন্তর্জাতিক দাবার টুর্নামেন্টে শহরে চাঁদের হাট। মঙ্গলবার এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। সাড়ে তিন বছরের বিস্ময় প্রতিভা অনীশ সরকারও ছিল অনুষ্ঠানে। কার্লসেন ও প্রজ্ঞানন্দর মতো দুই তারকার সঙ্গে দেখাও করল সেই খুদে দাবাড়ু। তবে শহরে দাবার উত্তাপ বাড়িয়ে দিল কার্লসেন-প্রজ্ঞার দ্বৈরথ। এর আগেও বহুবার কিংবদন্তি কার্লসেনের মুখোমুখি হয়েছেন প্রজ্ঞানন্দ।

কলকাতায় টাটা স্টিল দাবা শুরুর আগে ম্যাগনাস কার্লসেন বলছেন, ‘প্রজ্ঞানন্দ খুব ভালো খেলোয়াড়। ওর ফাইটিং স্পিরিট আমার খুব ভালো লাগে। সহজে হার মেনে নেয় না।’ ভারতের তরুণ দাবাড়ু প্রজ্ঞানন্দ বলছেন, ‘কার্লসেনের খেলার ধরণই আলাদা। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু। দ্বিতীয় বার এখানে র‌্যাপিড ও ব্লিৎজ খেলছি। কার্লসেনের সঙ্গে ম্যাচ নিয়ে আমি বেশ উত্তেজিত। সবাই কার্লসেনের সঙ্গে খেলতে মুখিয়ে থাকবে। টুর্নামেন্টের জন্যও এটা বেশ ভালো।’

ধারাবাহিক উন্নতির ক্ষেত্রে প্রজ্ঞানন্দ কৃতিত্ব দিচ্ছেন বিশ্বনাথন আনন্দকে। প্রজ্ঞানন্দর কথায়, ‘আনন্দ স্যার আমাকে খুব সাহায্য করেছে। অনেক কিছু শিখি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমার মনে হয় গুকেশ ফেভারিট। আলাদা টুর্নামেন্ট যদিও। তবুও দেখা যাক। আমার নজর থাকবে। আমিও ৩ বছর বয়সে খেলা শুরু করেছিলাম। তবে এই বয়সে অনীশ যেরকম রেটিং পেয়েছে তা অবিশ্বাস্য।’

বুধবার থেকে ধনধান্য অডিটোরিয়ামে শুরু এই টুর্নামেন্ট। প্রথমদিনই র‌্যাপিড রাউন্ডে মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ। প্রথম তিন দিন হবে র‌্যাপিড রাউন্ড। পরের দু-দিন ব্লিৎজ। ১৩-১৭ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিশ্বনাথন আনন্দ। অর্জুন এরিগাসি, বিদিথ গুজরাথির মতো খেলোয়াড়ও অংশ নেবেন। মেয়েদের ইভেন্টে অংশ নিচ্ছেন প্রজ্ঞানন্দর দিদি বৈশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + four =