আগামীতে উচ্চ মাধ্যমিকে এআই, সোশ্যাল লার্নিং! চালু সেমিস্টার?

কলকাতা : শেষ হয়েছে চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মূল লিখিত পরীক্ষা। ফলাফল ১০ জুনের অনেক আগেই প্রকাশিত হবে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
একইসঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে দু’টি নতুন বিষয় আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং সোশ্যাল লার্নিং যুক্ত হতে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষা উঠে গিয়ে শুরু হতে পারে সেমিস্টার সিস্টেম। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, ‘২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে দু’টি নতুন বিষয় আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং সোশ্যাল লার্নিং যোগ করার প্রস্তাব দিয়েছি। একাদশ থেকেই এই দুটি বিষয়ের পাঠ দেওয়ার চিন্তাভাবনা আছে। একইসঙ্গে আমরা সেমিস্টার সিস্টেম নিয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছি।’
চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ লক্ষ। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৪৯।
সভাপতি জানান, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৬১ জনকে এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, ৮৪জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে, ১২জন নকল করতে গিয়ে ধরা পড়েছে। ৫টি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =