নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: সোনামুখীর কুন্ড পুস্করিনী এলাকায় বিজেপির ফ্লেক্স ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গত কয়েকদিন আগে সোনামুখী ব্লকের ধুলাই মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আর এবার রাতের অন্ধকারে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের কুন্ড পুস্করিনী এলাকায়। বিজেপির দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রামে ফ্লেক্স লাগানো হয়েছিল এবং রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে পুকুরে ফেলে দেয়। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা তাদের দাবি, এটা বিজেপির গোষ্ঠীকোন্দল। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূলকে মিথ্যে বদনাম করতে বিজেপি এসব করছে।