‘সম্পত্তি-বিড়ম্বনা’ এড়াতে আধিকারিকদের বিদেশ সফরেও এবার নজর দেবে নবান্ন!

কলকাতা: একজন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল হেপাজতে, অন্য জন গরু পাচার কাণ্ডে। তাঁদের নামে- বেনামে অঢেল সম্পত্তির তথ্যও তদন্তে উঠে এসেছে।দুর্নীতি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরই মুখ পুড়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। এই পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের বিদেশ সফরেও রাজ্য নজর দেবে বলে সূত্রের খবর। বিদেশ সফরে গেলে দিতে এবার দিতে হবে খরচের বিস্তারিত হিসাব। দিতে হবে পুঙ্খানুপুঙ্খ বিবরণও। কী কারণে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোন হোটেলে থাকবেন, খরচ কত হবে তার সমস্ত তথ্য দিতে হবে। জমা করতে হবে সমস্ত বিলও। সরকারি আধিকারিকদের জন্য নয়া নির্দেশের ভাবনাচিন্তা করছে নবান্ন। এতদিন বিদেশে যাওয়ার জন্য শুধু নবান্ন থেকে অনুমতি নিয়ে নিলেই হত। অনুমতি পেলেই বিদেশ যাওয়ার ছাড়পত্র পেতেন আধিকারিকরা। কিন্তু এবার আরও কড়া নিয়ম বিদেশ যাওয়ার ক্ষেত্রে আনতে চলেছে নবান্ন বলেই সূত্রের খবর।ঘোরার পর ফিরে এসে কাজে যোগ দেওয়ার পর সেই হিসাব সরকারি খাতে জমা করতে হবে। তা নথিভুক্ত থাকবে। মূলত আয় বহির্ভূত কোথাও কোন খাতে টাকা খরচ করছেন কিনা সরকারি কর্মীরা, সেই টাকার উৎস কী, তা খতিয়ে দেখবে সরকার।

ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া নির্দেশিকা জারি করেছে। এবার বিদেশে যাওয়া নিয়েও পুঙ্খানুপুঙ্খ তথ্য চাই নবান্ন।

পার্থ ও অনুব্রতর গ্রেপ্তারি একইসঙ্গে কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য সামনে আসায় দুর্নীতি ইস্যুতে বিদ্ধ শাসকদল। বর্তমানে নানা পরিস্থিতিতে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =