কর্নাটকে বিষাক্ত জল খেয়ে মৃত ৩, অসুস্থ আরও ৬০

পানীয় জলে বিষক্রিয়ার ফলে মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন। অসুস্থ কমপক্ষে ৬০ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) রায়চুর জেলায়। ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গাফিলতির অভিযোগে এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।

অনুমান করা হচ্ছে, প্রবল বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জল (Drinking Water) সরবরাহকারী লাইন। সেই কারণেই নোংরা জল মিশেছে পানীয় জলের সঙ্গে। সেই বিষাক্ত জল পান করেই অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা। তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোটা ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন বোম্মাই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘বিষাক্ত জল পান করে তিন জনের মৃত্যুর ঘটনায় অত্যন্ত বিচলিত রাজ্য সরকার। পানীয় জল সরবরাহ দপ্তরের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছি আমি।’

মুখ্যমন্ত্রী (Basavaraj Bommai) আরও জানিয়েছেন, নিকাশি ব্যবস্থা এবং পানীয় জল সরবরাহ দপ্তর, দুই বিভাগকেই দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জায়গা থেকেই পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কাজে গাফিলতির অভিযোগে এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =