কলাইকুন্ডার জঙ্গলে শাবকের জন্ম দেওয়ার পর পাকা ধানে ব্যাপক তাণ্ডব চালালো হাতির দল। বনদপ্তরকে বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার চাষিরা। সোমবার সকালে কলাইকুন্ডা রেঞ্জের জটিয়ার জঙ্গলে একটি হস্তিশাবকের জন্ম দেয় একটি মা হাতি। কিন্তু হাতির দল পাকা ধানের ব্যাপক ক্ষতি করায় গ্রামবাসীরা হাতির দলটিকে এলাকা থেকে সরাতে গেলে পাকা ধানের খেতে ব্যাপক তাণ্ডব চালায়। খবর দেওয়ার পরেও বনকর্মীরা ঘটনাস্থলে না পৌঁছনোয় বনদপ্তরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখান চাষিরা।
রবিবার রাতে খড়গপুর লোকাল থানার অন্তর্গত জটিয়ার জঙ্গলে প্রায় শতাধিক হাতির একটি দল প্রবেশ করে। সোমবার ভোরে জঙ্গল সংলগ্ন ধানখেতের মাঝে একটি হস্তি শাবকের জন্ম হয়। রবিবার রাত থেকে ওই এলাকায় হাতির দলটি খেয়ে এবং পায়ে মাড়িয়ে পাকা ধানের ব্যাপক ক্ষতি করে। এর ফলে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। ধান খেতে নেমে তারা দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে। ক্ষোভের সুরে তারা অভিযোগ করেন, বনদপ্তরকে হাতির তাণ্ডবের কথা বারবার জানানো হলেও বনদপ্তর সম্পূর্ণ উদাসীন। শুধু তাই নয়, সকালে হস্তিশাবক জন্মের পরেও বন বিভাগের কেউ একবারও এলকায় আসেনি। হাতিগুলিকে গাইড না করায় হস্তি শাবকটিকে টানতে টানতে রেল লাইনের দিকে নিয়ে যায় কয়েকটি হাতি। হাতির দলটি পাকা ধানের যে ব্যাপক ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ না পেলে তীব্র আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে, ঝাড়গ্রামে রামলাল নামে একটি রেসিডেন্সিয়াল হাতি তিরবিদ্ধ হয়েছে। কয়েক বছর ধরে ঝাড়গ্রাম এলাকার বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ানো এই হাতিটি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়লে কেউ বা কারা হাতিটিকে লক্ষ্য করে তির ছোঁড়ে।