মাত্র তিনদিনেই কুপোকাত ক্যারিবিয়ানরা, অশ্বিনের দাপটে সহজ জয় ভারতের

এক ইনিংস ও ১৪১ রানে প্রথম টেস্টে জয় রোহিত শর্মাদের। মাত্র তিনদিনেই ক্যারিবিয়ানদের মাত করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এমনিতেই ভারতীয় ব্যাটিং ও বোলিং-এর সামনে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। তার উপর রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে ক্রিজে টিকে থাকাই প্রধান চ্যালেঞ্জ ছিল ক্যারিবিয়ানদের কাছে। প্রথম টেস্টের শুরু থেকেই ব্যাটে ও বলে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে ছিল ভারত। স্পিন ট্র্যাকে মাত্র ১৫০ রানেই প্রথম ইনিংস শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজদের। জবাবে ভারত খেলতে নেমে তোলে ৪২১ রান। যার মধ্যে যশস্বী জয়সওয়াল করেন ১৭১ রান। অধিনায়ক রোহিতের ১০৩, বিরাট কোহলির ৭৬, জাদেজার ৩৭ রান ভারতকে ৪২১ রান তুলতে সাহায্য করে। ভারতের তখন লিড ২৭১ রানের। রোহিত শর্মা ডিক্লিয়ার দিয়ে ব্যাট করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ব্যাট করতে নেমে অশ্বিনের স্পিনের ঘূর্ণিতে কুপোকাত হয় ক্যারিবিয়ানরা। তিনি একাই সাত উইকেট নেন। দুটি ইনিংস মিলিয়ে অশ্বিনের মোট উইকেট দাঁড়ায় এক ডজনে। জাদেজা নিয়েছেন দুটি উইকেট ও সিরাজ একটি। ডমিনিকায় সহজ জয় পেয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রইল ভারত। ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =