মাত্র তিনদিনে উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত ৮ লক্ষ, রবিবার সকালে মৃত ১৫

শত চেষ্টা করেও করোনা সংক্রমণ (Coronavirus) আটকাতে পারল না কিম জং উনের উত্তর কোরিয়া। সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে ঘায়েল কিমের (Kim Jong Un) দেশের মানুষ। মাত্র তিনদিনেই আক্রান্ত কয়েক লক্ষ। বাড়ছে মৃত্যুও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উত্তর কোরিয়াজুড়ে লকডাউন জারি করেছেন কিম।

স্বাভাবিকভাবেই দেশের করোনা (Covid-19) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপ্রধান কিম জং উন। তাঁর কথায়, ‘সংক্রমণের ফলে উত্তর কোরিয়ায় বিরাট পরিবর্তন এসেছে। বিরাট ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতিও। এখনও পর্যন্ত এদেশে এটাই সবচেয়ে বড় বিপর্যয়।’ করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে রাজধানী পিয়ং ইয়ং-সহ প্রতিটি প্রদেশ, শহর, নগরে লকডাউন জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে কল-কারখানা, অফিস-কাছারিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি ভিত্তিতে কোয়ারেন্টাইন পরিষেবা চালু করা হয়েছে।

উত্তর কোরিয়ার (North Korea) সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, রবিবার সকালে জ্বরের প্রকোপে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। ভয় ধরাচ্ছে সংক্রমিতের সংখ্যাও। প্রথম ওমিক্রন (Omicron Variant) সংক্রমণের খবর প্রকাশ্যে আসার মাত্র তিনদিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৬২০ জন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অন্তত ৩ লক্ষ ২৪ হাজার ৫৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =