জলপাইগুড়ি:জলপাইগুড়িতে টোটোর ধাক্কায় ভাঙল রেল গেট। শুক্রবার সকালে জলপাইগুড়ির ৩ নম্বর ঘুমটি রেল গেট ভেঙে এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।যার জেরে সমস্যায় পড়েন পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই। তবে রেল গেট ভেঙে পলাতক অভিযুক্ত টোটো চালক। জানা গিয়েছে, এদিন বেলা ১০ টা নাগাদ দার্জিলিং মেল আসার আগের মুহূর্তে রেল গেটটি পড়তে থাকে। আর ওই সময় একটি টোটো সেখানে ঢুকে আটকে যায়। এরপর ওই গেটে ধাক্কা দিয়ে তা ভেঙে টোটো নিয়ে পালিয়ে যান চালক। ওই রেলগেটটির কাছেই জলপাইগুড়ি টাউন স্টেশন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেল কর্মীরা। আসেন ইঞ্জিনিয়ার। গেট আটকে দিয়ে ট্রেন পাস করানো হয়। তারপর শুরু করা হয় মেরামতির কাজ। বর্তমানে ৩ নম্বর ঘুমটি রেল গেটে কাজ চললেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। টোটো চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ।