নয়াদিল্লি : ভারতে গণতন্ত্র মানে শেষ মাইল পর্যন্ত সুবিধা প্রদান, এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার নতুন দিল্লির সংসদ ভবনে কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের সম্মেলনের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারতে গণতন্ত্র মানে শেষ মাইল পর্যন্ত সুবিধা পৌঁছে দেওয়া। জনকল্যাণের চেতনায় পরিচালিত হয়ে, আমরা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের জন্য কাজ করেছি। অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতি এই অঙ্গীকারই সাম্প্রতিক বছরগুলিতে প্রায় ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে সাহায্য করেছে। ভারতে গণতন্ত্র প্রদান করা হয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি একটি উদাহরণ দিই। কয়েক বছর আগে, সমগ্র বিশ্ব কোভিড-১৯ সংকটের সঙ্গে লড়াই করছিল, এবং ভারতও বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তবুও, এই অসুবিধার মধ্যেও, ভারত ১৫০ টিরও বেশি দেশে ওষুধ এবং টিকা সরবরাহ করেছিল। জনগণের স্বার্থকে প্রথমে রেখে, তাঁদের মঙ্গল এবং কল্যাণ নিশ্চিত করা, এটি আমাদের নীতির অংশ।”

