গাজিয়াবাদে ৬ জনকে পিষে দিল ভুল লেন ধরে আসা স্কুলবাস

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরে। স্কুলবাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই শিশু-সহ ৬ জনের। মঙ্গলবার ভোরে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। স্কুলবাসটি এক্সপ্রেসওয়ের ভুল লেন ধরে যাচ্ছিল বলে অভিযোগ। এর ফলেই নিয়ন্ত্রণ হারায় উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা এসইউভি গাড়ি। ফলে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত হয়েছেন ২ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার ভয়ঙ্কর সেই ভিডিও।

গাজিয়াবাদ ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রামানন্দ কুশওয়া জানিয়েছেন, গাজিপুর সীমানার একটি সিএনজি পাম্পে বাসটি দাঁড়িয়েছিল। তার পর সেখান থেকে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের ভুল লেন ধরে বাস চালাতে শুরু করেন চালক। এ ভাবেই ভুল ধরে আট কিলোমিটার চলার পর গাজিয়াবাদের রাহুল বিহারের কাছে একটি এসএউভিকে ধাক্কা মারে। আর তাতেই মৃত্যু হয়েছে ছ’জনের।

পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনিই এই দুর্ঘটনার জন্য দায়ী। গাজিয়াবাদের ডেপুটি পুলিশ কমিশনার দেহাত শুভম প্যাটেল বলেন, ‘চালককে জেরা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হবে।’ ডেপুটি পুলিশ কমিশনার জানান, সংঘর্ষ এতটাই জোরে হয়েছে যে, এসইউভি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে। গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে যাত্রীদের দেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =