পানাগড়: অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গ্রেপ্তার হওয়ার উল্লাসে নকুলদানা গুড় বাতাসা বিলি কর্মসূচি চলছে। বৃহস্পতিবার দুর্গাপুর সহ পানাগড়ে বিজেপি নেতারা এলাকার রাস্তায় ঘুরে ঘুরে মানুষের হাতে গুড় বাতাসা নকুলদানা বিতরণ করেন। দুর্গাপুরের সিটিসেন্টার বাসস্ট্যান্ডে এদিন ‘চরাম চরাম’ ঢাক বাজিয়ে নকুলদানা ও গুড়-বাতাসা বিলি করলো বিজেপি নেতাকর্মীরা। পথচারী থেকে বাসযাত্রীদের হাতে নকুলদানা ও গুড়- বাতাসা বিতরণ করেন বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি। চরাম চরাম ঢাক বাজিয়ে বাসস্ট্যান্ড চত্বরে চলে এই কর্মসূচি। তিনি বলেন, দুর্নীতিতে যুক্ত তৃণমূলের মন্ত্রী ও নেতাকর্মী একে একে গ্রেপ্তার হচ্ছে ও আগামীদিনেও হবে। সেই খুশিতেই রাজ্য জুড়ে নকুলদানা ও গুড়-বাতাসা খাওয়ানোর কর্মসূচি চলছে ও চলবে।
অন্যদিকে পানাগড় বাজারে এদিন এলাকার মানুষ ও ব্যবসায়ীদের হাতে গুড়ের বাতাসা ও নকুলদানা তুলে দেন বিজেপি কর্মীরা। তাঁদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সদরের জেলা সহ সভাপতি রমন শর্মা। ছিলেন কাঁকসার দু’নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ মণ্ডলের কর্মী সমর্থকরা। বিজেপি নেতা রমান শর্মা বলেন, গুড়ের বাতাসা ও নকুল দানা খাইয়ে পগার পাড় করার কথা এতদিন বলতেন অনুব্রত মণ্ডল। আজ তিনি গোরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন। এই খুশিতে তারা অনুব্রত মণ্ডলের সৃষ্টি করা গুড়ের বাতাসা ও নকুলদানা বিলি করে আনন্দে মেতে উঠেছেন।