ব্যারাকপুর :বেলঘড়িয়ার জগন্নাথ মন্দিরে পুরীর রথের আদলে এখানে রথ তৈরির কাজ চলছে। সেই কাজ দেখতেই এলেন পুরী ম¨িরের প্রধান পুরোহিত। তিনি বললেন, ‘মহৎ কাজে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিক।’ রথতলা জগন্নাথ দেব মন্দিরের প্রধান সেবাইত সোমনাথ রায়চৌধুরী জানান, ‘এখানে তিনটি রথ তৈরি করা হচ্ছে। প্রভু জগন্নাথ দেবের রথ হবে ১৬ চাকা বিশিষ্ট ৩০ ফুট উচ্চতার। প্রভু বলভদ্রের রথ হবে ১৪ চাকা বিশিষ্ট ২৮ ফুট এবং মা সুভদ্রা দেবীর রথ ১২ চাকা বিশিষ্ট ২৭ ফুট উচ্চতার রথ হবে।’ তিনি জানান, পুরীর মন্দিরের প্রধান পুরোহিত দৌতপতির তত্ত্বাবধানে রথ তৈরি হচ্ছে। দ’মাস ধরে রথ তৈরির কাজ চলছে। পয়লা জুলাই দলমত, জাতিধর্ম নির্বিশেষে সকলে রথের দড়ি টানবে। রথ তৈরির শিল্পীরা পুরী থেকে এসেছেন। ওড়িশার কটক, পুরী ও রৌরকেল্লা থেকে কাঠ আনা হয়েছে। বেলঘড়িয়া রথতলা ফ্রেন্ডস অফ সোসাইটি ও পরিষেবা সেবামূলক সংস্থার যৌথ প্রয়াসে জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয়েছে।