বাঁকুড়া : বাঁকুড়ায় এক বিজেপি নেতার ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার ওন্দার নাকাইজুড়ি এলাকার ঘটনা।
বিজেপির অভিযোগ, তাদের নাকাইজুড়ির নেতা তাপস বারিকের খড়ের চালার ঘরে বুধবার রাতে তৃণমূলের লোকজন আগুন ধরিয়ে দেয়। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে বিষ্ণুপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।

