নয়াদিল্লি : মাত্রাতিরিক্ত দূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে, রোজই একটু একটু করে খারাপ হচ্ছে পরিস্থিতি। এমতাবস্থায় দিল্লিতে দূষণ রুখতে নতুন পন্থার কথা ভাবলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। ৫০ শতাংশ সরকারি কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে। যাতে দূষণ কিছুটা হলেও কমে।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, দূষণ কমানোর জন্য দিল্লি সরকার ওয়ার্ক ফ্রম করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকেই কাজ করবেন।