নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: কাঁকসা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সকটিতেই এবার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন। শুক্রবার কাঁকসা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। এদিন তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের শুভেচ্ছা জানান কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের মুখপাত্র প্রভাত চট্টোপাধ্যায়। প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনটি গ্রাম পঞ্চায়েতে শান্তিপূর্ণ ভাবেই বোর্ড গঠন হয়েছে। দলের কর্মী সমর্থকরা খুশি যে, এবার কাঁকসা ব্লকের সব গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধানরা মহিলা হয়েছেন।
শুক্রবার তিনটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয় সকাল ১১টা থেকে। শুক্রবার কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন তাবাসুম খাতুন, মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন পাকুমনি হেমব্রম সোরেন এবং বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান হন লক্ষ্মীমণি টুডু। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই খবর ছড়িয়ে পড়তেই কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের সামনে একে অপরকে সবুজ আবির মাখিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন এলাকার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কাঁকসা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বৃহস্পতিবার চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন চারজন মহিলা।