২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণ বাড়ল ২৩ শতাংশ, মৃত্যু ৫৭ জনের

দাপট দেখিয়ে চলেছে করোনা ভাইরাস। দিন দুয়েক দৈনিক সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের তা একলাফে বাড়ল ২৩ শতাংশ। তবে সাময়িক স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮,৩১৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৯ লক্ষ ৩৮ হাজারেরও বেশি। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৪৫ হাজার ২৬ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ১৬৭।

গত ২৪ ঘণ্টায় ফের ২১০০-র গণ্ডি ছড়াল মহারাষ্ট্রের করোনা গ্রাফ। সে রাজ্যে একদিনে করোনার বলি ১২ জন। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্নাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। এরই মধ্যে আবার ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =