খুন করা হতে পারে, আশঙ্কায় বিচারপতিকে চিঠি ইমরানের

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারি নিয়ে রবিবার দিনভর নাটক চলেছে লাহোরে। যদিও শেষ পর্যন্ত ইমরানকে না পেয়ে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এবার, তাঁকে খুন করা হতে পারে বলে পাকিস্তানের প্রধান বিচারপতি ইমর আতা বান্দিয়ালকে চিঠি লিখে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধও জানালেন ইমরান খান।
তোশাখানা মামলায় আদালতে হাজিরা না দেওয়ার জন্যই তাঁকে গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার তাঁকে গ্রেপ্তার করতে লাহোরের বাড়িতে উপস্থিত হয় পুলিশ। কিন্তু সেখানে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে হত্যা করার চেষ্টা করা হতে পারে, এমনটাই দাবি করেছেন ইমরান খান। আদালতে তাঁর জন্য যথাযথ নিরাপত্তার দাবি জানিয়ে তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছেন।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান যে চিঠি লিখেছেন, তাতে তিনি লিখেছেন, ‘আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেভাবে আমার সরকার পরিবর্তন করা হয়েছে, তারপর থেকে আমার বিরুদ্ধে অগুনতি এফআইআর হয়েছে, ক্রমাগত হুমকি এবং খুন করার চেষ্টাও করা হয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আমার জন্্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমায় খুনের পরিকল্পনা করেছিলেন, যা ব্যর্থ হয়েছিল। আবার আমায় খুনের পরিকল্পনা করা হচ্ছে, এর প্রমাণও রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =