দুর্ঘটনার কবলে ইমরান খানের কনভয়

দুর্ঘটনার কবলে ইমরান খানের কনভয়। শনিবার তোষাখানা মামলায় হাজিরা দিতে যাওযার পথে ব্যস্ত রাস্তায় উলটে যায় একটি গাড়ি। টায়ার ফেটে যায় আরও একটি গাড়ির। এই দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনজন। আহতদের মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী রয়েছেন কিনা তা একনও স্পষ্টভাবে পাক প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি।
এদিকে সূত্রে খবর, তোষাখানা মামলায় হাজিরা দিতে শনিবার লাহোরের বাড়ি থেকে বের হন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই-এর চেয়ারম্যান ইমরান খান। ইসলামাবাদের জেলা দায়েরা আদালতে যাচ্ছিলেন তিনি। এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ইমরানের কনভয়ের একটি গাড়ি উলটে যায়। ওই সময় পিছনে থাকা আরও একটি গাড়ির টায়ার ফাটে। তারই জেরে কনভয়ের গাড়িগুলি একে অপরের সঙ্গে ধাক্কা লাগে।
পাশাপাসি এও জানা গিয়েছে, এদিন আদালতে যাওয়ার রাস্তায় ইমরানের গাড়িকে ঘিরে রেখেছিলেন পিটিআই সমর্থকরা। অন্তত তিনটি গাড়িতে ছিলেন তাঁরা। সূত্রের খবর, দুর্ঘটনায় যে গাড়িটি উলটে গিয়েছে, সেটি হাফিজাবাদের পিটিআই নেতা শওকত আলি ভাট্টির। তবে দুর্ঘটনায় তিনি নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =