পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়, অপরাজিত থেকেই সেমিফাইনালে ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ নাটকীয় হবে না! শুরুতেই এমন নাটক অপেক্ষা করবে কে জানতো! চেন্নাইতে ভারত-পাকিস্তান ম্যাচে বিদ্যুৎ খেলে যাওয়া পরিবেশ। ম্যাচের আগে দু-দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। দু-দেশের জাতীয় সঙ্গীতের পর ম্যাচের শুরু নাটকে। ফিল্ড গোল করেন আব্দুল শাহিন হানন। যদিও এই গোল নিয়ে সন্দেহ ছিল। রিভিউ নেয় ভারত। রিপ্লে-তে দেখা যায়, ভারতের গোলরক্ষক কৃষাণ বাহাদুর পাঠকের ফিরতি বল হাননের শরীরে লেগে গোলে ঢোকে। ফলে গোল বাতিল হয়, পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। কিষাণ কুমার পাঠকের অনবদ্য সেভ। প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। একে বারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পায় ভারতীয় দল। পাকিস্তান রিভিউ নিতে চাইলেও তাদের অ্যাকাউন্টে তা ছিল না। পেনাল্টি কর্নারে ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের যুগলবন্দি। সহ অধিনায়ক হার্দিক সিংয়ের কর্নার থেকে গোল ক্যাপ্টেন হরমনপ্রীত সিংয়ের। এ বারের টুর্নামেন্টের সর্বাধিক স্কোরার তিনিই। সংখ্যাটা আরও বাড়ল। এখানেই ইতি নয়। ক্যাপ্টেন হরমনপ্রীত সামনে থেকেই নেতৃত্ব দিলেন। ভারতের লাগাতার আক্রমণে স্নায়ুর চাপ হারায় পাকিস্তান ডিফেন্স। দ্বিতীয় কোয়ার্টারে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। পুনরাবৃত্তিই হল। পেনাল্টি কর্নার থেকে ফের গোল ভারত অধিনায়কের। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে আরও একটি পেনাল্টি কর্নার ভারতের। সেটি থেকে যদিও লিড বাড়েনি। হাফটাইমে ২-০ এগিয়ে থাকে ভারত। ১৪ ও ২২ মিনিটে দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীতের করা। টুর্নামেন্টে ইতিমধ্যে ৭টি গোল হরমনপ্রীতের। সব কটিই করেছেন পেনাল্টি কর্নার থেকে। হাফটাইম বিরতিতে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের কোচ মহম্মদ সাকলিন। তাঁর বক্তব্য, পাকিস্তান ভালো খেললেও আম্পায়ার ভুল সিদ্ধান্ত ডুবিয়েছে। আম্পায়ারই যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে ভালো খেলে কী লাভ! এমনটাই দাবি পাক কোচের। তৃতীয় কোয়ার্টারে ফের এক বার পেনাল্টি কর্নার পায় ভারত। পঞ্চম পেনাল্টি কর্নার থেকে ভারতের তৃতীয় গোল যুগরাজের। আকাশদীপ একটি অনবদ্য ফিল্ড গোলের সুযোগ নষ্ট করেন। এই কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। যদিও সুযোগ কাজে লাগানোর ধারে কাছেও আসতে পারেনি পাকিস্তান। লাস্ট কোয়ার্টারে আরও একটি গোলের পরিস্থিতি, যদিও আম্পায়ার রিভিউতে বাতিল হয়ে যায়। নয়তো ভারত ৪-০ লিড নিতে পারত। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ফিল্ড গোলে ভারতের পক্ষে স্কোরলাইন ৪-০ করেন আকাশদীপ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =