বিশ্বকাপে টিম পাঠানো নিয়ে গুরুত্বপূর্ণ পাক সিদ্ধান্ত

ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় ভারত-পাকিস্তান ম্যাচের। বেশ কিছুদিন আগে সূচি তৈরি হলেও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। যদিও নিরাপত্তা জনিত কারণে ম্যাচটি একদিন আগিয়ে আনা হবে। এর মধ্যে ধোঁয়াশা ছিল পাকিস্তান ক্রিকেট টিমের ছাড়পত্র নিয়ে। পাকিস্তান সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর ছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাক সরকার। পাকিস্তান ক্রিকেট টিম ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা, সিদ্ধান্ত নির্ভর করছিল সরকারের ওপর। পাক সরকারের তরফে একটি বিশেষ নিরাপত্তা টিম এসেছিল। বিশ্বকাপে পাকিস্তানের বেশ কিছু ম্যাচ রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও আমেদাবাদে। এই বিশেষ নিরাপত্তা টিম ভেনু পরিদর্শন করে রিপোর্ট জমা দিয়েছে। সেই অনুযায়ীই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাকিস্তান সরকার সবসময়ই চেয়েছে, খেলার সঙ্গে যাতে রাজনীতি না জড়িয়ে পরে। সে কারণেই সিদ্ধান্ত হয়েছে, ভারতে আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাবে পাকিস্তান ক্রিকেট টিম।’ পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের আরও বিশ্বাস, ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে পড়া উচিত নয়। আমরা গঠনমূলক এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে চাই। ভারতের কাছেও তেমনটাই প্রত্যাশা থাকবে। ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসতে চায়নি।’ যদিও নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত নয় পাকিস্তান সরকার। এই বিষয়টি তারা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এবং ভারতীয় বোর্ডকেও জানিয়ে রেখেছে, এমনটাও উল্লেখ রয়েছে বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =