বিশ্বায়নের যুগে ভাষাগত বাধা এড়াতে তাৎক্ষণিক অনুবাদ ব্যবস্থা চালু করেছে গুগল। গুগল ট্রান্সলেট এর মাধ্যমে এক ভাষা থেকে অন্য যে কোনও ভাষা অনুবাদ হয় এক নিমেষেই। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশেই ব্যাপক জনপ্রিয় এই গুগল ট্রান্সলেট টুল। তবে সহজে টেক্সট টু টেক্সট অনুবাদ করলেও ছবির ক্ষেত্রে সমস্যা ছিল। এবার সেই সমস্যারও সমাধান করল গুগল ট্রান্সলেটের টেক্সট ইমেজ ট্রান্সলেশন পদ্ধতি।
গুগল ট্রান্সলেটের ওয়েব ভার্সনে এবার ছবিতে ব্যবহৃত বিভিন্ন ভাষা, কোনও উক্তিও নিমেষে অনুবাদ হয়ে যাবে।ফিচারটি অত্যন্ত সহজ। এটি ব্যবহার করতে ইউজারকে গুগল ট্রান্সলেট-এ যেতে হবে।
কীভাবে গুগল ট্রান্সলেটে লেখা সহ ছবি অনুবাদ করবেন?
ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট খুলুন।
বাঁ দিকে ইমেজ ট্যাবে ক্লিক করুন।
যে ইমেজের টেক্সট অনুবাদ করতে চান, সেটা ব্রাউজ করে খুঁজে আনুন।
কম্পিউটার থেকে লেখাযুক্ত ছবি ট্রান্সলেশনের জন্য আপলোড করুন।যে ভাষায় অনুবাদ চান সেটা সিলেকট করুন।
ট্রান্সলেট করা লেখা-সহ ছবি নিজের স্ক্রিনে দেখতে পাবেন।