বাগদা: ‘তৃণমূলকে চোর বললে বাগদা থেকে শুরু করব ঝাটা পেটা’ মন্তব্য বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। রাহুল সিন্হার পাল্টা সভা তৃণমূলের। ™ঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাগদার বেয়ারা বাজারে বাজারে গত সপ্তাহের বুধবারে সভা করতে এসেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিন্হা। বৃহস্পতিবার তার পাল্টা সভা করল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস সহ তৃণমূলের একাধিক নেতা। সভা মঞ্চ থেকে বিশ্বজিৎ বাবু তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, ‘কিছুদিন আগে এখানে সভা করতে এসেছিলেন রাহুল সিন্হা তার মতো একজন অপদার্থ বিজেপি নেতা তৃণমূলকে চোর বলেছে, এরপর যদি কোনোদিন তৃণমূলকে চোর বলে তাহলে বাগদা থেকে শুরু করব ঝাটা পেটা’। বিশ্বজিৎ বাবু আরও বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন বিজেপি চাইবে সাম্প্রদায়িক দাঙ্গা বাধুক, যদি বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চক্রান্ত করে তাহলে আপনারা যে যেখানে থাকবেন প্রস্তুত থাকবেন ওদের ঠ্যাংটা ভেঙে হাতে ধরিয়ে দেবেন। বনগাঁ সংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, বিশ্বজিৎ বাবু নিজে কোন দলে আছেন আগে সেটা নিজে ঠিক করুন। উনি বারবার বিজেপি বলছেন তিনি নিজেও তো বিজেপির বিধায়ক। আসলে উনি বিজেপিকে ভুলতে পারছেন না তো তার জন্যই বিজেপির ভুঁত দেখছেন। তিনি আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ যোগ্য জবাব দিয়ে দেবেন বিশ্বজিৎ বাবুকে। বিজেপির জুতো পেটা আর ঠ্যাং ভাঙার আগে আপনি নিজেই তৈরি থাকুন।