ব্যারাকপুর :খড়দা থানার টিটাগর পুরানী বাজারে এক যুবকের মৃত্যুতে তৃণমূলের গোষ্ঠীদ্ব¨েµর দিকে আঙুল উঠেছে। রবিবার দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আকাশকুমার প্রসাদ নামে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবক তৃণমূল সমর্থক বলেই জানা গিয়েছে। নিজের সংসদীয় ক্ষেত্র টিটাগড়ের ঘটনা নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, ‘যারা রাজনীতিতে কোনওদিন ছিল না। তারা রাজনীতিতে এসে অতীত ভুলতে পারছে না। এতে দলের ক্ষতি হচ্ছে।’
জানা গিয়েছে, টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিকাশ সিং ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোনু সাউ ও তার দলবলের মধ্যে তুমুল অশান্তি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে খড়দা থানার আইসি রাজকুমার সরকারকে ধমকের পর ধমক দিতে দেখা গিয়েছে গন্ডগোলে জড়িয়ে পড়া কাউন্সিলর সোনু সাউকে। যদিও ঘটনায় জড়িতরা এখনও বেপাত্তা। সেই সংঘর্ষের মধ্যে পড়েই আকাশের মৃত্যু হয় বলে অভিযোগ।
খড়দা থানার আইসি-র দক্ষতা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ‘উনি একজন অ্যান্টি ক্রিমিনাল অফিসার। ওনার মেরুদন্ড সোজা আছে। ওনার ওপর চাপ না থাকলে ঘটনায় জড়িতরা ধরা পড়বেই।’ দলের গোষ্ঠী কোন্দল নিয়ে সাংসদের প্রতিক্রিয়া, দলের কাজ দেখেন জেলা সভাপতি তাপস রায়। আর তিনি সাংসদ হিসেবে মানুষের কাজ করেন। সাংসদের কথায়, ‘মৃত যুবক দলের সমর্থক ছিলেন। ওঁর মৃত্যুর ঘটনায় এলাকায় খারাপ বার্তা পৌঁছছে।’ এদিকে যুবকের মৃত্যুর ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। সোমবার বাজারে ক্রেতাদের আনাগোনা ছিল অন্যদিনের তুলনায় অনেক কম।