ব্যারাকপুর : রাজনীতিতে সততা না থাকলে রাজনীতিবিদদের মানুষ ঘৃণা করবে। শুক্রবার নোয়াপাড়ার প্রয়াত কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষকে শ্রদ্ধা জ্ঞাপন করে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ অগস্ট প্রয়াত হয়েছিলেন নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক তথা উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মধুসূদন ঘোষ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইছাপুরের নবাবগঞ্জে গঙ্গার তীরবর্তী গোপাল ভট্টাচার্য লেনে তাঁর বাড়িতে প্রয়াত প্রাক্তন বিধায়ককে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সাংসদ অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, মধু দা রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। বামজমানায় একবার নির্বাচনের দিন মধু দাকে লাইট পোস্টের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। তা সত্ত্বেও মধু দা কিন্তু ভোটে জিতেছিলেন। সাংসদের কথায়, খুব ভালো মানুষ ছিলেন মধু দা। পিতা প্রয়াত সত্য নারায়ণ সিংয়ের সঙ্গে মধু দার সম্পর্ক খুব ভালো ছিল। বামপন্থার বিরুদ্ধে তিনি দীর্ঘদিন লড়াই করেছিলেন। কিন্তু ঘটনাচক্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলেন মধু দা। সেবার তৃণমূল প্রার্থীকে পরাজিত করে মধু দা জয়ী হয়েছিলেন। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজনের উদ্দেশ্যে সাংসদের বার্তা, মধুসূদন দাকে দেখে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। তাঁর আদর্শ-নীতি মেনে চলতে হবে। সাদামাটা জীবনযাপন করে সাইকেলে চড়ে মানুষের ভালোবাসায় কিভাবে জেতা সম্ভব, তা মধু দাই দেখিয়ে গিয়েছেন বলে দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ।