গণনায় কারচুপির চেষ্টা করলে প্রতিরোধের হুঙ্কার বিরোধীদের

ব্যারাকপুর: ব্যারাকপুর-১ ব্লকের স্ট্রং রুম করা হয়েছে পানপুর মাখনলাল হাই স্কুলে। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ওই স্কুলে। স্ট্রংরুম পাহারায় মোতায়ন করা হতেছে কেন্দ্রীয় বাহিনী। তবে গণনায় কারচুপির চেষ্টা করলে প্রতিরোধ করার হুঙ্কার দিলেন বিরোধী নেতারা। বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করলে এত হিংসার ঘটনা ঘটত না। তবে গণনায় কারচুপির চেষ্টা করলে প্রতিরোধ করা হবে।’ সন্দীপের দাবি, মুখ্যমন্ত্রী আগে চোর মমতা হিসেবে পরিচিত ছিলেন। এখন খুনি মমতা হিসেবে পরিচিত হলেন। অপরদিকে সিপিএমের বীজপুর-পানপুর এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী বলেন, স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে তারা সুনিশ্চিত নন। কারচুপির আশঙ্কা যায়। তবে নির্বাচনের দিন যেভাবে প্রতিরোধ করা হয়েছে। গণনায় কারচুপির চেষ্টা করলে একই কায়দায় প্রতিরোধ করা হবে। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল ব্লক সভাপতি দীপক লাহিড়ি বলেন, ‘ব্যারাকপুর-১ ব্লকে গণনার দিন কোনও অশান্তি হবে না। প্রার্থী ও এজেন্ট ছাড়া স্ট্রংরুমের ভেতরে কেউই প্রবেশ করতে পারবে না।’ তাঁর দাবি, বিরোধী দলের লোকজন নেই। ওদের সঙ্গে মানুষ নেই। তাই ওরা ভয় পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fourteen =