বঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে মেট্রো কল্যাণী পর্যন্ত পৌঁছবে বললেন অর্জুন সিং

ব্যারাকপুর : ৩৫টি আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছলে, বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না। তৃণমূল বাংলা থেকে বিদায় নেবে। আর বিজেপি সরকার ক্ষমতায় এলে মেট্রো রেলওয়ে ব্যারাকপুর পেরিয়ে কল্যাণী পর্যন্ত পৌঁছবে।
শুক্রবার টিটাগড়ে ভোট প্রচারে বেরিয়ে মেট্রো রেলওয়ে সম্প্রসারন নিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন সকালে তিনি টিটাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দেন। তারপর টিটাগড় এস ভি পথের পাতালেশ্বর মন্দিরে তিনি পুজো দিয়ে প্রচার শুরু করেন। টিটাগড় বউ বাজার, স্টেশন বাজার, বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করে তিনি ব্রহ্মস্থানে প্রচার শেষ করেন। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘প্রচারে বেশ ভালোই সাড়া মিলছে। আশা করছি, বড় মার্জিনে জয় আসবে।’ এদিন তিনি বলেন, ‘দুর্নীতি, তোলাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রির বিরুদ্ধে এখানে মানুষ ভোট দেবেন। সেইসঙ্গে তৃণমূলের নাক কাটা, গাল কাটা বুথে বসে থাকলে মানুষ বুঝে শুনেই ভোট দেবেন।’ তাঁর দাবি, বাংলায় ৮০ কোটি মানুষ ফ্রিতে রেশন পাচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী বলছেন উনি নাকি রেশন দিচ্ছেন। আবার রেশন কেলেঙ্কারিতে খাদ্যমন্ত্রী জেলে আছেন। সুতরাং মানুষ এবার শাসকদলকে সঠিক জবাব দেবেন। বিজেপি প্রার্থীর সংযোজন, মানুষ মোদিজির গ্যারান্টির ওপর মানুষের বিশ্বাস আছে। মোদিজির প্রতিনিধি হয়ে তিনি ভোটে দাঁড়িয়েছেন। মোদীজীর আশীর্বাদ গোটা দেশের মানুষের ওপর আছে। এদিন ভোট প্রচারে প্রার্থীর সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব¨্যােপাধ্যায়, চন্দ্রমণি শুক্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + thirteen =