‘রাহুল সভাপতি হতে না চাইলে আমিই ভোটে লড়ব’: গেহলট

রাহুল গান্ধি প্রতিদ্বন্দ্বিতা না করলে কংগ্রেস সভাপতি নির্বাচনে মনোনয়ন পেশ করতে পারেন অশোক গেহলট। রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলট বুধবার নিজেই সে কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা রাহুলজিকেই কংগ্রেস সভাপতি চাই। কিন্তু তিনি যদি নিজে ভোটে লড়তে না চান, তবে আমি মনোনয়ন জমা দিতে পারি।’

বুধবার থেকে দিল্লি এসেছেন গেহলট। রাতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। অন্য দিকে, কংগ্রেস সভাপতি নির্বাচনে গেহলটের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর বুধবার এআইসিসি নিযুক্ত ‘রিটার্নিং অফিসার’ মধুসূদন মিস্ত্রির সঙ্গে দেখা করেন। দলের একটি সূত্র জানাচ্ছে, সভাপতি নির্বাচনের প্রক্রিয়াগত বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে।

তবে কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হলে গেহলট রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে থাকবেন কি না, তা নিয়ে দলের অন্দরে মতভেদ রয়েছে। কংগ্রেসের ওই সূত্রের দাবি, সভাপতি নির্বাচিত হলেও গেহলট চান মুখ্যমন্ত্রী পদে থাকতে। একান্ত যদি ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয়, তবে নিজের অনুগত কাউকে বসাতে চান। পাইলটকে মেনে নিতে আপত্তি রয়েছে তাঁর।

মঙ্গলবার রাতে রাজস্থানের কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করেন গেহলৌত। সেখানে অধিকাংশ বিধায়কই তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। গেহলট জানিয়েছেন, তিনি সভাপতি ভোটে মনোনয়ন জমা দিলে রাজস্থানের কংগ্রেস বিধায়কেরাও দিল্লি আসবেন। কংগ্রেস সভাপতি নির্বাচনে থারুর তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন কি না, জানতে চাওয়া হলে গেহলট বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই গণতন্ত্রের পক্ষে ভাল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seventeen =