ঝাড়খণ্ডে বিজেপি এলে অনুপ্রবেশকারীরা যুবকদের চাকরি চুরি করতে পারবে না : অমিত শাহ 

ছতরপুর : ঝাড়খণ্ডে বিজেপিকে জয়যুক্ত করার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের যুবকদের চাকরি চুরি করতে পারবে না।

আইন পরিবর্তন করে আমরা অনুপ্রবেশকারীদের আদিবাসী কন্যাদের বিয়ে করা এবং তাঁদের জমি দখল করা বন্ধ করব। রুটি, মাটি ও কন্যাকে রক্ষা করবে বিজেপি।

শনিবার ঝাড়খণ্ডের ছতরপুরে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “হেমন্ত সোরেন নির্বাচনের সময় তরুণদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘আমরা তোমাদের বেকার ভাতা দেব’, কিন্তু হেমন্ত সোরেন সেই প্রতিশ্রুতি পূরণ করেননি। আমরা বলছি প্রত্যেক যুবককে প্রতি মাসে ২ হাজার টাকা বেকার ভাতা দেব। প্রতি বছর ১ লক্ষ চাকরির সৃষ্টি হবে এবং ২ লক্ষ ৮৭ হাজার শূন্য পদ স্বচ্ছতার সঙ্গে পূরণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + four =