ছত্তিশগড়ে ভোট চলাকালীন আইইডি বিস্ফোরণ, জখম জওয়ান

ছত্তিশগড় আছে ছত্তিশগড়েই। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই উত্তপ্ত হল বিজাপুর। ভোট চলাকালীনই হল আইডি বিস্ফোরণ। আহত এক সিআরপিএফ জওয়ান। আহত জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পরই আতঙ্কে বুথ ছেড়ে পালিয়েছেন ভোটাররা।

সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে ২১টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে। ছত্তিশগড়েও চলছে ভোটগ্রহণ। জানা গিয়েছে, বিজাপুরের বৈরমগড়ের চিকা গ্রামের কাছে একটি বুথে ডিউটি করছিলেন সিআরপিএফের জওয়ানরা। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। ছিটকে পড়েন সিআরপিএফের অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তিনি। আহত জওয়ানকে উদ্ধার করে বৌরমগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভোট বুথের কাছে আইইডি বিস্ফোরণ হয়েছে। কোথা থেকে ওই বিস্ফোরক এল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =