বিশ্বকাপ ফাইনালে বিশ্বজয়ী অধিনায়কদের আমন্ত্রণ আইসিসির

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার মেগা ম্যাচ। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহারণ দু’বারের বিশ্বজয়ী ভারতের। শোনা গিয়েছে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবাসরীয় ম্যাচের আগে থাকবে এক জমকালো সমাপ্তি অনুষ্ঠান। তা নিয়ে বিভিন্ন খবর শোনা গিয়েছে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডুয়া লিপার সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতানোর কথা। অবশ্য তা এখনও নিশ্চিত নয়। সংবাদসংস্থা পিটিআই সূত্র মারফত জানা গিয়েছে, রবিবাসরীয় ম্যাচে ভারতীয় বায়ু সেনা এক বিশেষ প্রদর্শনী দেখাবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রবিবার নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও। বিশ্বকাপ ফাইনালের দিন থাকছে আরও এক চমক। শোনা যাচ্ছে, অতীতে যে নেতাদের হাত ধরে বিভিন্ন দেশ বিশ্বকাপ জিতেছে, তাঁরাও উপস্থিত থাকবেন রবিবার আমেদাবাদে। আইসিসি সেই সকল ক্যাপ্টেনদের আমন্ত্রণ জানিয়েছে।

চলতি বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিয়েছিলেন। সেই সময় ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফির ম্যাচ ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আপাতত শোনা গিয়েছে, রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে দল জিতবে তাদের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী।

রবিবার আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে যা যা হতে চলেছে বলে চারিদিকে শোনা যাচ্ছে, রইল এক ঝলকে —

ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। শোনা গিয়েছে, সমাপ্তি অনুষ্ঠান হবে।
সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই তথ্য যে, সমাপ্তি অনুষ্ঠানে ডুয়া লিপা পারফর্ম করবেন। কিন্তু তা নিশ্চিত নয়।
সমাপ্তি অনুষ্ঠানে প্রীতম ও জনিতা গান্ধী পারফর্ম করতে পারেন বলে শোনা গিয়েছে।
ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর বিশ্বকাপ ফাইনাল দেখতে আসতে পারেন।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডাক যুবরাজ সিং বিশ্বকাপ ফাইনাল দেখতে আসতে পারেন।
অতীতের বিশ্বকাপজয়ী অধিনায়কদের রবিবার আমেদাবাদে আসার আমন্ত্রণ জানিয়েছে আইসিসি।
পিটিআই সূত্রে খবর, বায়ু সেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিম ম্যাচের আগে আকাশে কারনামা দেখাবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চ্যাম্পিয়ন টিমকে ট্রফি তুলে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =