রাজ্য নির্বাচন কমিশনে অতিরিক্ত দায়িত্বে আইএএস আধিকারিক সঞ্জয় বনসল

রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত দায়িত্বে এলেন আইএএস আধিকারিক সঞ্জয় বনসল। তিনি বর্তমানে পিছিয়ে পড়া শ্রেণি সমাজকল্যাণ দপ্তরের সচিব। বুধবার তিনি দফায় দফায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। রাজ্য নির্বাচন কমিশনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এর আগে কখনও কোনও আইএএস অফিসারকে বসানো হয়নি। এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে প্রশাসনিক মহল।
এদিকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা। কারণ, রাজীব সিনহা কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দফায় দফায় কমিশন দপ্তরে বিক্ষোভ লেগেই আছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের তরফ থেকে। অভিযোগ একটাই, এই কমিশনার শাসকদলের প্রতি পক্ষপাতদুষ্ট। এদিকে আবার এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কমিশনের সামনে লাগাতার অবস্থান চালানোর হুমকি দিয়েছেন। বসিরহাট থেকে তিনি হুঁশিয়ারির সুরে জানান, ‘সন্দেশখালি, মিনাখাঁ, ন্যাজাট প্রভৃতি এলাকায় আমাদের প্রার্থীদের মনোনয়নে বাধা দিয়েছে শাসকদল। যাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের নিয়ে আমি কলকাতায় যাচ্ছি। কমিশনকে সেখানেই মনোনয়ন জমা নিতে হবে।‘ এদিকে সূত্রে খবর, এরপরই বিজেপির রাজ্য সভাপতি বসিরহাট থেকে বাসে করে ওই প্রার্থীদের নিয়ে কলকাতার দিকে রওনাও দেন।
সুকান্তর ওই হুমকির পরিপ্রেক্ষিতেই বুধবার দুপুর থেকে মধ্য কলকাতায় কমিশন দপ্তরের সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে কমিশন দপ্তরের সামনের রাস্তা বন্ধ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =