ভোটে তৃণমূল ভোটারদের বাধা দিলে আমাকে বললে ব্যবস্থা নেব: শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ‘ভোটের দিন তৃণমূল ভোটারদের কোনও রকমের বাধা দিলে আমাকে বলবেন সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নেব।’ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে শনিবার রায়নায় নির্বাচনী জনসভায় এসে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন জনসভা থেকে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে আনেন তিনি, দামোদর ও গঙ্গা সংলগ্ন এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নাম করে বালি মাফিয়া ও বালি চোর বলে কটাক্ষ করেন। তৃণমূল নেতা বামদেব মণ্ডল ও শম্পা ধারাকে রুখে দিতে বললেন তিনি। বালি মাফিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘২ নম্বরি বালির টাকার একটা বড় অংশ যায় ভাইপোর কাছে।’ তিনি বলেন, ‘ভোটের দিন তৃণমূল ভোটারদের কোনও রকমের বাধা দিলে আমাকে বলবেন সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নেব।’
এদিন বুথ সভাপতিদের একটি নম্বরও দিয়ে যান তিনি, যাতে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল প্রসঙ্গে বললেন তিনি নাকি বলেছেন মোদি আবার প্রধানমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবে। এদিনও তিনি বলেন, ‘২৪ এই বর্তমান রাজ্য সরকারের পতন ঘটতে পারে এবং ছাব্বিশ নয় চব্বিশেই নতুন করে বিধানসভা নির্বাচন হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =