বিধায়করা না চাইলে সরে যাব, ইস্তফাপত্র তৈরি রেখেছি, আবেগপ্রবণ উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রে মহাসংকটে উদ্ধব ঠাকরের মহা বিকাশ আগড়ি (এমভিএ) জোট সরকার। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বললেন, ‘বিদ্রোহী বিধায়করা যদি আমায় না চান, তা হলে আমি এখনই ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফাপত্র তৈরি রেখেছি। বিধায়করা এসে আমায় বলুন, আমরা আপনাকে চাই না।’ ঠাকরে বলেন, ‘হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ। কিছু দল শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে দেখে অবাক লাগছে।’ তাঁর দাবি, এক জন বিধায়কও যদি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে না চান, তা হলে তিনি পর মুহূর্তেই ‘বর্ষা’ (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন) ছেড়ে ‘মাতুশ্রী’তে (উদ্ধবের বাসভবন) চলে যাবেন। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হব তা কখনও ভাবিনি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব আসার পর কিছুটা অবাকই হয়েছিলাম।’

সরকারের স্থায়িত্বের উপর বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে গিয়েছিল, শিবসেনার একনাথ শিন্ডে একাধিক বিধায়কদের নিয়ে সুরাত পাড়ি দেওয়ার পর। তার পর ক্রমশ ঘনীভূত হয়েছে রাজনৈতিক নাটক। গুজরাত ছেড়ে শিন্ডে উড়ে গিয়েছেন আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে। বিকেলের দিকে তিনি দাবি করেছেন সঙ্গে রয়েছে ৪৬ জন বিধায়কের সমর্থন। ক্রমশ তা আরও বাড়বে। এই পরিস্থিতিতে উদ্ধব নিজের বাসভবন বর্ষায় বৈঠক ডেকেছিলেন শিবসেনা বিধায়কদের। শিবসৈনিকদের বলে দেওয়া হয়েছিল, বৈঠকে গরহাজিরদের সদস্যপদ বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 3 =